nation: গত নয়ের দশকে VHP অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য এই ওয়ার্কশপ তৈরি করেছে। প্রতিদিন ৮ ঘণ্টা এখানে পাথর ও মার্বেল খোদাইয়ের কাজ চলে। তার পরেও গত তিন দশকে মাত্র অর্ধেক কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। এর অধিকাংশই আবার গ্রাউন্ড ফ্লোরের। যার অর্থ অযোধ্যার মন্দির ওয়ার্কশপে এখনও পর্যন্ত ২১২টি স্তম্ভের মধ্যে মাত্র ১০৬টি কাজ শেষ হয়েছে।