লাক্সতারকা শানারেই দেবী শানু। বিভিন্ন নাটক ও টেলিছবিতে দর্শকরা তাকে নানারূপে দেখেছেন। তার অভিনীত অনেক কাজই দর্শকের কাছে পেয়েছে বেশ গ্রহণযোগ্যতা। গত বছরের শেষদিকে ‘মিস্টার বাংলাদেশ’ সিনেমার মাধ্যমে দর্শকরা তাকে বড় পর্দায় দেখতে পান। আবু আকতার উল ইমানের পরিচালনায় এ ছবিতে খিজির হায়াৎ খানের বিপরীতে অভিনয় করেন শানু। সিনেমার গল্পে রোহিঙ্গা ক্যাম্পের একজন ডাক্তারের ভূমিকায় দেখা গেছে তাকে। চলচ্চিত্রের পর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেন এই লাক্সতারকা। শানু নতুন কাজ প্রসঙ্গে বলেন, ‘দ্য জু’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কিছুদিন আগে অভিনয় করেছি। সামসুল হকের রচনায় এটি পরিচালনা করেছেন সোয়েব আহমেদ। এটি বিদেশি উৎসবগুলোতে প্রদর্শিত হবে। কাজটি ভালো হয়েছে। এদিকে বাবার পথ অনুসরণ করেই নিজেকে একজন লেখক হিসেবে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন শানু। ২০১৭ সালে একুশে গ্রন্থমেলায় তার প্রথম কবিতার বই ‘নীল ফড়িং কাব্য’ প্রকাশ হয় অনন্যা প্রকাশনী থেকে। প্রথম কবিতার বই দিয়েই বেশ সাড়া ফেলেন শানু। সে বছরই কবিতার বই লিখে ‘সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ লাভ করেন তিনি। পরের বছর অনন্যা থেকে শানুর ‘লাল এপিটাফ’, চৈতন্য থেকে ‘অসময়ের চিরকুট’ এবং তাম্র্রলিপি থেকে ‘ত্রিভূজ’ শীর্ষক কবিতাগ্রন্থ প্রকাশ হয়। লেখালেখিতেই নিজের আলাদা এক ছন্দ ও ভালোলাগা খুঁজে পান শানু। বর্তমানে লেখালিখি নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে তার। শানু বলেন, সামনে গ্রন্থমেলা। এবার কবিতা ও উপন্যাস লিখেছি। কবিতার বইয়ের নাম ‘প্রিয়তম মেঘ’ এবং উপন্যাসের নাম ‘লিপস্টিক’। তবে প্রকাশনী ঠিক হয়নি। খুব শিগগিরই জানাতে পারবো। লেখালিখির জন্য কি শোবিজে কাজের ব্যস্ততা কমেছে? জবাবে শানু বলেন, কাজতো করছি। তবে বেছে বেছে করা হয়। বর্তমানে অরণ্য আনোয়ারের ধারাবাহিক নাটক ‘ফুল এইচ ডি’ প্রচার হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। এখানে দর্শক আমাকে নিয়মিত দেখতে পাবেন। আর সম্প্রতি মেজবাউদ্দিন সুমনের রচনায় ‘গাধা’ নামে একটি নাটকে কাজ করলাম। চ্যানেল আইয়ের জন্য নির্মিত এ নাটকটি পরিচালনা করেছেন কামরুজ্জামান সাগর। খুব শিগগিরই এটি প্রচার হবে। কাজটিতে আমার বিপরীতে রয়েছেন রওনক হাসান। শানু আরো বলেন, আমার লেখালেখির অনুপ্রেরণা বাবা। সবসময়ই আমার ইচ্ছে হতো তার মতো লিখতে। তবে কখনো ভাবনা ছিল না যে, লেখালেখি করতে পারবো। কিন্তু অবশেষে যখন লেখালেখি শুরুই করে দিয়েছি তখন বাবার পথটা অনুসরণ করে লেখালেখির ভুবনে নিজেকে অনেক দূরে নিয়ে যেতে চাই। এবারের কবিতা ও উপন্যাসও পাঠকরা পছন্দ করবেন বলে আশা করছি। এদিকে তার অভিনীত ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচারের পর বেশ সাড়া পেয়েছেন শানু। এছাড়া জুয়েল শরীফের নির্দেশনায় স্বাস্থ্যসচেতনতা বিষয়ক ধারাবাহিক নাটক ‘আলীর অষ্টসুখ’ সহ সাগর জাহানের নতুন ধারাবাহিক ‘সোনার খাঁচা’য় কাজ করার পর বেশ দর্শক সাড়া পান এই তারকা। অন্যদিকে বড় পর্দায় আবার কবে দর্শকরা তাকে দেখতে পাবেন জানতে চাইলে মিষ্টি হেসে শানু বলেন, আমি যে ধরনের সিনেমায় কাজ করতে আগ্রহী তা পেলে অবশ্যই করবো। এক্ষেত্রে সিনেমার প্রস্তাব মনের মতো মিললেই আপত্তি নেই। শানু জানান, বর্তমানে লেখালিখি ও সংসার সামলানো নিয়ে তার ব্যস্ত সময় কাটছে। এরমধ্যে যতটুকু সম্ভব কাজ করছেন। সামনেও দর্শকদের ভালো কিছু কাজ উপহার দেয়ার ইচ্ছে রয়েছে বলে জানান এই লাক্সতারকা।