হোয়াটসঅ্যাপে এখন মেসেজ ডিলিট করা যায়। প্রেরকের জন্য ফিচারটি উপকারি হলেও প্রাপকের কাছে বিরক্তিকর! ‘ডিলিট মেসেজ’ দেখলেই মনে প্রশ্ন জাগে, কী লেখা ছিল এই মেসেজে? অনেকেই জানে না এক বিশেষ পদ্ধতিতে হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পড়া যায়। হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ চাইলে ফোনের অ্যান্ড্রয়েড সংস্করণ ৪.৪ বা তার উপরে হতে হবে। ইন্টারনেট কানেকশনও থাকতে হবে। এবার ধাপগুলো দেখে নিন-