বাংলাদেশে যে কয়েকটি শিল্পকে সম্ভাবনাময় হিসেবে ধরা হয়, তার মধ্যে ওষুধ শিল্প অন্যতম। স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশী বাজারে সুনামের সঙ্গে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ওষুধ। স্বল্প মূলধন ও ওষুধের গুণগত মান বজায় রাখায় বিদেশী বাজারে বাড়ছে দেশী ওষুধের চাহিদা। বাংলাদেশের ওষুধ শিল্পের অগ্রযাত্রার মূল কারণ আমাদের ওষুধ নীতির যথার্থ বাস্তবায়ন।