আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এবারের আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-২০২০ শুরু হবে আগামী ২৫ জানুয়ারি। সপ্তাহব্যাপী চলবে এটি। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে ইতিমধ্যে উৎসবে চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে। আয়োজকরা জানিয়েছে, ২৫ নভেম্বর পর্যন্ত ছবি জমা দিতে পারবে আগ্রহী শিশু-কিশোররা। গত ১৬ আগস্ট শুরু হয়েছে চলচ্চিত্র জমা নেওয়ার প্রক্রিয়া। যেকোনো বয়সের নির্মাতা শিশুতোষ চলচ্চিত্র জমা দিতে পারবেন আন্তর্জাতিক বিভাগে। আর শিশুদের তৈরি চলচ্চিত্র জমা নেওয়া হবে অনূর্ধ্ব ১৮ বিভাগে। ১৮ থেকে ২৫ বছর বয়সীরা…