চুয়াডাঙ্গায় নবগঙ্গা নদীর বুক দখল করে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (যুব ভবন) গড়ে ওঠায় খননকাজ ব্যাহত হচ্ছে। জেলা নদী রক্ষা কমিটির অক্টোবর মাসের সভায়ও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেই জমির মালিকদের কাছ থেকে অধিগ্রহণ করে ভবন তৈরি করা হয়। তবে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলছেন, নবগঙ্গা নদী পুনরুদ্ধার ও...