২০০৬-র মে মাসে ক্ষমতায় ফেরার পর জুলাইয়ে সালিম গোষ্ঠীর সঙ্গে হলদিয়া-নন্দীগ্রাম জুড়ে প্রায় সাড়ে ২২ হাজার একর জমিতে রাসায়নিক শিল্পতালুক তৈরির চুক্তি করেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার।