স্মরণীয় এক সন্ধ্যায়

মানবজমিন প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৯, ০০:০০

আঁখি আলমগীর তার সংগীত জীবনের এক স্মরণীয় সন্ধ্যার মুখোমুখি হয়েছিলেন গেল ১লা নভেম্বর। সেদিন কলকাতার কামালগাজী নেতাজী স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো ‘বিজয়া সম্মিলনী ২০১৯’। এ অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু ও আঁখি আলমগীরকে একই মঞ্চে সম্মাননা প্রদান করা হয়। কলকাতার সংসদ সদস্য শুভাশীষ চক্রবর্তী ও এমএলএ ফেরদৌসী বেগম শিল্পীদের উত্তরীয় পরিয়ে দেয়ার পাশাপাশি ফুলেল শুভেচ্ছা, তাদের পোট্রেট ও  সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। কলকাতায় স্পোর্টস কমপ্লেক্সে ত্রিশ হাজারেরও বেশি দর্শকের সামনে বাংলাদেশের হয়ে এই সম্মাননা কুমার শানুর সঙ্গে একই মঞ্চে গ্রহণ করাকে আঁখি আলমগীর তার সংগীত জীবনের অবিস্মরণীয় মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন। মুঠোফোনে কলকাতা থেকে তিনি বলেন, এখানকার মাটিতে হাজার হাজার দর্শকের সামনে আমাকে যেভাবে সম্মানিত করা হলো তাতে আমি সত্যিই ভাষাহীন হয়ে পড়েছিলাম। তাদের সেই ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গেলোম। সত্যিই সেদিনের সন্ধ্যাটা আমার জীবনে দারুণভাবে স্মরণীয় হয়ে থাকবে। সম্মানিত অতিথিদ্বয় এবং কলকাতার প্রখ্যাত সাংবাদিক কৃষ্ণ কুমার দাশ আঁখি আলমগীরকে নিয়ে অনুষ্ঠানে ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে কুমার শানু এবং আঁখি আলমগীর টানা দুই ঘণ্টা করে সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধতায় মাতিয়ে রাখেন। এদিকে স্টেজ মৌসুম শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুব ব্যস্ত হয়ে পড়েছেন আঁখি আলমগীর। প্রসঙ্গত, এ শিল্পীর সর্বশেষ প্রকাশিত গান হচ্ছে ‘ল্যায়লা’। আঁখি আলমগীর এরইমধ্যে দুটি নতুন গানেরও কাজ শেষ করেছেন। একটি হলো ‘তন্বি তনুকা’। লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আলাউদ্দিন আলী। এ ছাড়াও আকাশ সেনের সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us