You have reached your daily news limit

Please log in to continue


চবি’র প্রথম নারী ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার

অধ্যাপক ড. শিরীণ আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম নারী উপাচার্য হিসেবে পূর্ণাঙ্গ নিয়োগ পেয়েছেন। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেয়া হয়।নিয়োগ আদেশে বলা হয়, সিনেট কর্তৃক নির্বাচিত প্যানেল হতে নিয়মিত ভাইস চ্যান্সেলর নিয়োগ অথবা পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ নিয়োগ বলবৎথাকবে।ভাইস চ্যান্সেলর পদে তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবে। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষনিক ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রেসিডেন্ট ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। গত জুন থেকে এ বিশ্ববিদ্যালয়ে ভিসির রুটিন দায়িত্ব প্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন