ঢাকা: প্রকৃতির খেয়ালে তার শরীরের গড়ন অন্য দশজনের মতো স্বাভাবিক ছিল না। তুলনামূলকভাবে খর্বাকার ছিলেন। কিন্তু এতে থেমে থাকেনি তার জয়যাত্রা। কোনো বাধা-বিপত্তি তিনি আমলে নেননি কখনো। ঠিকানাবিহীন জীবনে পথ চলতে চলতে এক সময় ঠিক নিজের জায়গা করে নেন নির্মাতা ও অভিনেতা হিসেবে, লেখক হিসেবে। হয়ে ওঠেন একজন হুমায়ূন সাধু।