গত সোমবার দৈনিক ইনকিলাব-এর শেষ পৃষ্ঠায় প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের শিরোনাম ছিল: ‘বাংলা বলা নিষেধ।’ প্রতিবেদনে বলা হয়, ভারতের কলকাতা কফি হাউসে বাংলায় কথা বলা যাবে না। হিন্দিতে কথা বলতে হবে। কলেজ স্ট্রিট কফি হাউসের একজন কর্মী এই কথা জানিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক তরুণীর পোস্টে বিতর্ক শুরু হয়েছে। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের।