আজ আসাদুজ্জামান নূরের জন্মদিন। তাকে আমি জানি সংস্কৃতিকর্মী হিসেবেই। ইতোমধ্যে তিনি রাজনীতিক হয়েছেন, ব্যবসায়ীও হয়েছেন; কিন্তু সবকিছু ছাপিয়ে তিনি একজন সংস্কৃতিকর্মী। তার এই সংস্কৃতিকর্মের সূচনা তার নিজ ছোট্ট শহর নীলফামারী থেকে। নীলফামারী ছোট্ট শহর হলেও ভাওয়াইয়া, ভাটিয়ালি সমৃদ্ধ এবং প্রান্তিক শহর হিসেবে পশ্চিমবঙ্গেরও একটা ছোঁয়া ছিল।