সংসদে পাস হয়ে গেজেট প্রকাশ, তারপর ১১ মাস রাষ্ট্র নিশ্চুপ। পাত্তা ছিল না সড়ক পরিবহন আইন ২০১৮-এর। অবশেষে ১ নভেম্বর থেকে এটি কার্যকর হতে যাচ্ছে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর গত বছর সংসদে এই আইনটি পাস হয়। আশার কথা এই যে, সড়ক খাতে সক্রিয় একটি মাফিয়া চক্র এই আইনটি কার্যকর...