সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন ক্রিকেটাঙ্গন ও ক্রিকেটারদের অভিভাবক। একজন অভিভাবকের কাছ থেকে এ ধরনের বক্তব্য বা মন্তব্য কখনোই আশা করা যায় না। বাংলাদেশের ক্রিকেট এখন যে অবস্থানে গিয়েছে সেখানটায় নতুন রেকর্ড তৈরি করে আরও উচ্চতায় যেতে হলে 'ষড়যন্ত্র' খোঁজার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। বিসিবি সভাপতির 'ষড়যন্ত্র তত্ত্ব' বিস্তারিতভাবে জাতিকে জানানো সময়ের দাবি। ষড়যন্ত্রের অভিযোগ যেহেতু তিনি তুলেছেন, সেহেতু তাকে সেই ষড়যন্ত্রের স্বরূপ ও কারা কারা এর সঙ্গে যুক্ত তার পুরোটাই প্রকাশ করা উচিত।