কী ট্রমার শিকার মনপুরার নির্যাতিত নারীটি? ছাত্রলীগের নেতা আসায় হয়তো ভাবলেন নরকযাত্রা বুঝি ফুরাল। পরে ধর্ষকদের হাতবদল হতে হতে কি ভেবেছিলেন নরকের পথ এত দীর্ঘ? স্বাধীন দেশের স্বাধীন নাগরিকেরা এমন বেওয়ারিশ? তাদের নিয়ে যা খুশি তা করা চলে নাকি? গরু-ছাগলের সঙ্গে খুনি-ধর্ষকও কি সমানতালে বেড়েছে? লিখেছেন ফারুক ওয়াসিফ