৩০ ডিসেম্বর ২০১৮-এর নির্বাচনের পর থেকে দেশের ‘ডিফ্যাক্টো’ (অভিধানে এর বাংলা করা হয়েছে কার্যত, অর্থাৎ কোনো কিছু বিধিগতভাবে সিদ্ধ না হয়েও ধারণাগত ও প্রচলিতভাবে সাধারণ্যে গৃহীত) বিরোধী দল বিএনপি এবং আরো অনেকে ওই নির্বাচনকে ভোটারবিহীন নির্বাচন, ভোট-ডাকাতির নির্বাচন, নিশিকুটুম্বদের নির্বাচন ইত্যাদি অভিধায় অভিহিত করে আসছে।