সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর ‘ক’ ইউনিটে সমন্বিতভাবে পাশের হার মোট পরীক্ষার্থীর ১৩.০৫ শতাংশ। আবার ‘চ’ ইউনিটে পাশের হার ২.৫ শতাংশ। ভর্তি পরীক্ষায় পাশের এই হার যে কোনো সচেতন মানুষকে উদ্বিগ্ন করবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করে, তারা মেধাবী ছাত্র হিসেবে স্বীকৃত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতায় তারা সেখানে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। তাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ফলাফলের এমন বিপর্যয় কেন ঘটছে, তা ভাববার বিষয়।