মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযানের পর্যালোচনা সভা

মানবজমিন প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯, ০০:০০

মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ও সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হেলু মিয়া, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল হাফিজ, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান খসরু, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাকীম বকশ, কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর এছাড়াও জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। পর্যালোচনা সভায় বক্তারা বলেন, দেশে আইনের শাসন বলবত থাকলে ভোলায় পুলিশের গুলিতে সাধারণ মানুষকে মরতে হতো না। দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রতিনিয়তই ঘটছে। দেশে আইনের শাসন, গণতন্ত্র, বাকস্বাধীনতা নেই বললেই চলে। সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি জানান। সভায় বুয়েট শিক্ষার্থী আবরার ও ভোলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়।মৌলভীবাজারে বিএনপিরপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলএদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় পুলিশের গুলিতে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। গতকাল দুপুরে শহরের ওয়েস্টার্ন প্লাজার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চৌমহনায় গিয়ে শেষ হয়। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us