সরাইলে শিয়ালের মাংস বিক্রির অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

মানবজমিন প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯, ০০:০০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ গতকাল দুপুর দেড়টার দিকে ২৭ কেজি শিয়ালের মাংসসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তারা হলো হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকুড়ি গ্রামের সাবু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২২) ও একই গ্রামের মাদু মিয়ার ছেলে আরজত আলী (২০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দুই যুবক কয়েক দিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন হাটবাজারের খাবারের হোটেলে প্রতি কেজি ২২০ টাকা দরে খাসির মাংস বলে শিয়ালের মাংস বিক্রি করে আসছিলেন। গতকাল সোমবার দুপুরে সরাইল বিশ্বরোড মোড়ের একটি হোটেলে ওই মাংস বিক্রি করতে আসলে ক্রেতার সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা এগুলো শিয়ালের মাংস বলে স্বীকার করেন। তারা এগুলো ঢাকার পূর্ব রামপুরা এলাকা থেকে সংগ্রহ করে থাকেন বলে পুলিশকে জানিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us