লক্ষ করলে ঢাকা মহানগরীর কোনো কোনো সড়কের মোড়ে ট্রাফিক সংকেতবাতি জ্বলতে-নিভতে দেখা যায়। অবশ্য যানবাহনের চালকেরা সেগুলো দেখতে পান কি না আমরা জানি না। আমরা দেখি, ওই সব রঙিন বাতির জ্বলা ও নেভার ওপর যানবাহনের থামা ও চলা নির্ভর করে না। যদি নির্ভর করত, তাহলে লাল বাতি জ্বলছে এবং যানবাহনও চলছে—এমন দৃশ্য দেখতে পাওয়া অসম্ভব হতো।
ওই বাতিগুলো স্থাপন করা হয়েছিল স্বয়ংক্রিয় ট্রাফিক সংকেতব্যবস্থা হিসেবে।...