টেন্ডার মাফিয়া জি কে শামীম। গ্রেপ্তারের পর থেকে বেরিয়ে আসছে তার নানা অপকীর্তির কথা। জানা যাচ্ছে, প্রভাবশালীদের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিবরণও। ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখতে পারেননি শামীম। তাতে কি? সাবেক ছাত্র না হলেও ঢাবি অ্যালামনাই এসোসিয়েশনের অফিসে সাম্প্রতিক অতীতে ছিল তার আনাগোনা। প্রায় প্রতিদিন রাত ৯টার কিছু আগে পরে অ্যালামনাই অফিসে দেখা যেতো জি কে শামীমকে। সোজা চলে যেতেন এসোসিয়েশনের অন্যতম শীর্ষ নেতা মোল্লা আবু কাওছারের কক্ষে। সেখানে অনেকক্ষন আড্ডা চলতো। ঢাবি অ্যালামনাই এসোসিয়েশনে ১০ লাখ টাকা অনুদানও দিয়েছেন জি কে শামীম।জি কে শামীমের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছারের ঘনিষ্ঠতা অনেকদিনের। জি কে শামীম নিয়মিত যাদের মাসোহারা দিতেন তাদের অন্যতম মোল্লা কাওছার। এই স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজেও অবশ্য এখন আত্মগোপনে রয়েছেন। ক্যাসিনো কেলেঙ্কারিতে তারও নাম এসেছে। গত ২০শে সেপ্টেম্বর র্যাবের হাতে গ্রেপ্তার হয় জি কে শামীম। এরপর রিমান্ড শেষে তাকে যখন আদালতে তোলা হয় তখন তিনি বারবার মোল্লা আবু কাওছারকে খুঁজতে থাকেন। মোল্লা কাওছার আদালতে আসেননি শুনে বিস্ময়ও প্রকাশ করেন। এসময় তাকে জানানো হয়, মোল্লা কাওছার নিজেও বিপাকে রয়েছেন।