তিন সংস্করণেই পাকিস্তানের নেতৃত্বভার হারিয়েছেন সরফরাজ আহমেদ। কাল তাঁকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-র অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরফরাজ শুধু নেতৃত্বই হারাননি, অস্ট্রেলিয়া সফরের দল থেকেও বাদ পড়েছেন। এই বয়সে দল থেকে বাদ পড়ার কারণে স্বাভাবিকভাবেই গুঞ্জন উঠেছে, তরুণদের সঙ্গে যুদ্ধ করে সরফরাজ কি আদৌ জাতীয় দলে ফিরতে পারবেন? নাকি অবসর নিয়ে নেবেন? এসব...