এবার একসঙ্গে ঘোষিত হয়েছে সাহিত্যের দুই বছরের নোবেল পুরস্কার। ২০১৮ ও ১৯ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন যথাক্রমে পোল্যান্ডের লেখক ওলগা তোকারচুক ও অস্ট্রিয়ার কথাসাহিত্যিক পিটার হান্ডকে। তাঁদের লেখালেখির পৃথিবী এবং তাঁদের লেখা গল্প নিয়ে এবারের প্রচ্ছদ আয়োজন।
প্রথম আলোর সঙ্গে কথাই ছিল এমন যে এবারের নোবেলজয়ী সাহিত্যিকের লেখা যদি আমার আগে পড়া থাকে, তবেই কেবল তাঁকে নিয়ে লিখব, না পড়ে গুগল ঘেঁটে...