ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়ে দুই বছর বন্দী শিবিরে আটক থেকে মৃত্যুবরণ করা দুলাল পালের লাশ নিতে চাচ্ছে না তার পরিবার। ভারতের আসাম প্রশাসন নিশ্চিত করেছে যে, মৃত দুলাল পালকে ফরেনার্স ট্রাইব্যুনাল বিদেশি বলে ঘোষণা করার পরই তাকে আটক করে তেজপুর জেলের ভেতরে যে বন্দী শিবির রয়েছে, সেখানে রাখা হয়েছিল। শোনিতপুরের ডেপুটি কমিশনার মানবেন্দ্র প্রতাপ সিং বিবিসিকে বলেন, মাস-খানেক আগে দুলাল পাল আটক-শিবিরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়। তার মানসিক ব্যাধির পাশাপাশি ছিল ডায়াবেটিসও। গুয়াহাটি মেডিকেল কলেজে…