ঘুমের ঘোরে হঠাৎ পাশ ফিরতেই মনে হচ্ছিল আমার হাত এই বুঝি তোমার গায়ের ওপর পড়ল। একটু শিহরণ অনুভব করার আগেই আধো জাগরিত চোখে যেন দ্রুত কালো মেঘের বর্ষণ শুরু হয়ে গেল। তখনো আমি কিছুটা আবৃত ছিলাম তোমার মোহে। ধীরে ধীরে আমি নিজেকে আবিষ্কার করলাম বৃষ্টি ভেজা নোনা জল মুছতে মুছতে। তুমি এখন আমার অতীত হয়ে গেছ। তবু কেন এ মায়াজাল আমাকে তাড়িয়ে বেড়ায়? কেন আবৃত করে রাখতে চায় তোমার মাঝে? কুয়াশায় ঢাকা অস্থির মনের...