সিপিএলের ফাইনালে সাকিবের বার্বাডোজ

মানবজমিন প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১৩ রানে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের ফাইনালে উঠেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। শুক্রবার ভোরে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আগে ব্যাট করে ১৬০/৬ সংগ্রহ করে বার্বাডোজ। জবাবে ১৯.৩ ওভারে ১৪৮ রানে অলআউট হয়ে যায় ত্রিনবাগো। বার্বাডোজের হয়ে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতে ১২ বলে ১৮ রান করেন। তবে বল হাতে আবার ব্যর্থ সাকিব। ২ ওভারে ২৭ রান খরচ করে কোনো উইকেট পাননি। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে বার্বাডোজের জয়ে মূল ভূমিকা পালন করেন অ্যাশলে নার্স। ম্যাচসেরার পুরস্কার উঠে তারই হাতে।ত্রিনবাগোর প্রথম সারির ব্যাটসম্যানদের কেউই ইনিংস বড় করতে পারেননি। অধিনায়ক কাইরন পোলার্ড ১৬ বলে ২৩ ও দিনেশ রামদিন ২৪ বলে করেন ২১ রান। ৬ নম্বরে ব্যাট করতে নেমে ২৭ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন শ্রীলঙ্কার সেকুজ প্রসন্ন। তাতে জয়ের সম্ভাবনা তৈরি হয় ত্রিনবাগোর। শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল তাদের। কিন্তু রেমন্ড রেইফার ওই ওভারে প্রথম বলেই আউট হয়ে যান প্রসন্ন। দ্বিতীয় বলে সিঙ্গেল নেয়ার পর তৃতীয় বলে আউট খারি পেয়ের। তাতে ১৪৮ রানেই থামে ত্রিনবাগো।বার্বাডোজের ইনিংসে কোনো ফিফটি নেই।  ওপেনার জনসন চার্লস ৩৫, শাই হোপ ২৩ রান করেন। শেষের দিকে রেমন্ড রেইফার ১৮ বলে ২৪ ও অ্যাশলে নার্স মাত্র ৯ বলে ২৪ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ত্রিনবাগোর হয়ে আলী খান, খারি পিয়ের ও ক্রিস জর্ডান প্রত্যেকে ২টি করে উইকেট নেন।১৩ই  অক্টোবর ফাইনালে বার্বাডোজ মোকাবিলা করবে গায়ানা অ্যামাজনের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us