বিক্ষোভে জেগে ওঠা ইরাকে সংস্কার হবে কি

দেশ রূপান্তর আবু ইউসুফ প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৯, ১৪:৫৫

বেশ কয়েক বছর ধরেই বিশ্ব প্রচারমাধ্যমে সবচেয়ে বেশি উচ্চারিত স্থানগুলোর একটি ইরাক। বিশেষ করে, যুক্তরাষ্ট্র একনায়ক সাদ্দাম হোসেনকে উৎখাত করে ইরাককে ‘মুক্ত করার’ অভিযান চালানোর পর থেকে এ ‘অনাকাক্সিক্ষত মর্যাদার’ অধিকারী হয়ে আসছে দেশটি। সাদ্দাম-উত্তর ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) উত্থান ও ভূখণ্ড দখল, দেশজুড়ে নৈমিত্তিক রক্তক্ষয়, আইএসবিরোধী দেশি-বিদেশি জোট গঠন, অতি কট্টর গোষ্ঠীটির উৎখাত ইত্যাদি ‘একঘেয়ে’ পর্বের পর আবার সংবাদমাধ্যমে সরগরম উপস্থিতি তেলসমৃদ্ধ দেশটির।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us