ময়মনসিংহে শ্রেণি পরিবর্তনের মাধ্যমে ক্রমে কমছে কৃষিজমির পরিমাণ। এসব জমিতে স্থাপন করা হচ্ছে অনুমোদিত এবং অনুমোদনহীন ইটভাটা ও মৎস্য খামার। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও প্রতিবেশ। গত ছয় বছরে ১৭ হাজার হেক্টর ফসলি জমি কমেছে। সরকারের পরিকল্পনা আছে ২০৩০ সালের মধ্যে খাদ্য উৎপাদন দ্বিগুণ করার। তবে যে হারে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে, খাদ্য উৎপাদনে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।