আমরা ব্যস্ত নাগরিক জীবনে অনেক সমস্যা নিয়ে বাস করি। ওই সমস্যার মাত্রা কখনো হয় বেশি আবার কখনো কম। সমস্যা যেন প্রতিদিন আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। অনেক সমস্যা আমাদের সয়েও গেছে। এর মধ্যে যানজট একটি। তবে কিছু সমস্যা রয়েছে আমাদের এতটাই কষ্ট দেয়- যা মাঝে মধ্যে অসহনীয় পর্যায়ে চলে যায়। এমন একটি সমস্যা জলবদ্ধতা। এর প্রভাবে দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ।