আমার চোখে শারদীয় দুর্গোৎসব

দৈনিক আমাদের সময় জয়ন্ত চট্টোপাধ্যায় প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৯, ১১:৩৭

পণ্ডিতজনের মতে, ধর্মের উৎপত্তি প্রকৃতির কাছে মানুষের অসহায়ত্ব ও সমর্পণ এবং উদ্ধারের আকুতি থেকে। তার পর অনেক সামাজিক ও রাজনৈতিক বিবর্তনের মধ্য দিয়ে পৃথিবীতে ছোট-বড় কয়েক হাজার ধর্মবিশ্বাস প্রচলিত আছে। আমার জানা মতে, প্রচলিত ধর্ম মোটাদাগে তিন প্রকার- ঐশী, লোকায়ত এবং লৌকিক বা প্রাকৃত। ঐশী ধর্মে নিরাকার ঈশ্বরের কাছ থেকে একজন দূত আসেন এবং একটি ধর্মদর্শন প্রচার করেন। লোকায়ত ধর্ম একাধিক প-িত একত্রিত হয়ে সেই অঞ্চলের মানুষকে একটি বিশেষ জীবনদর্শন বা জীবনাচার পদ্ধতির সন্ধান দেন। লৌকিক বা প্রাকৃত ধর্মের মানুষ সেই অঞ্চলের জীবনযাপনে প্রকৃতির কোন বস্তুর প্রভাব বেশি, তার উপাসনা করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us