পণ্ডিতজনের মতে, ধর্মের উৎপত্তি প্রকৃতির কাছে মানুষের অসহায়ত্ব ও সমর্পণ এবং উদ্ধারের আকুতি থেকে। তার পর অনেক সামাজিক ও রাজনৈতিক বিবর্তনের মধ্য দিয়ে পৃথিবীতে ছোট-বড় কয়েক হাজার ধর্মবিশ্বাস প্রচলিত আছে। আমার জানা মতে, প্রচলিত ধর্ম মোটাদাগে তিন প্রকার- ঐশী, লোকায়ত এবং লৌকিক বা প্রাকৃত। ঐশী ধর্মে নিরাকার ঈশ্বরের কাছ থেকে একজন দূত আসেন এবং একটি ধর্মদর্শন প্রচার করেন। লোকায়ত ধর্ম একাধিক প-িত একত্রিত হয়ে সেই অঞ্চলের মানুষকে একটি বিশেষ জীবনদর্শন বা জীবনাচার পদ্ধতির সন্ধান দেন। লৌকিক বা প্রাকৃত ধর্মের মানুষ সেই অঞ্চলের জীবনযাপনে প্রকৃতির কোন বস্তুর প্রভাব বেশি, তার উপাসনা করেন।