বার্নি স্যান্ডার্সের হার্টে রিং পরানো হয়েছে, প্রচারণা আপাতত বন্ধ

মানবজমিন প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৯, ০০:০০

হার্টে রিং পরানো হয়েছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের বর্ষীয়ান নেতা ও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী বার্নি স্যান্ডার্সের (৭৮)। মঙ্গলবার তিনি নেভাদায় একটি প্রচারণায় অংশ নিয়েছিলেন। সেখানে বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এতে তার হার্টে ব্লকেজ পাওয়া যায়। ফলে আপাতত প্রচারণা বাতিল করেছেন তিনি। পরে এক টুইটে ভারমন্ট থেকে নির্বাচিত এই সিনেটর বলেছেন, তিনি সুস্থ বোধ করছেন। তার এক সহকারী বলেছেন, আরও দু’একদিন তাকে বিশ্রামে থাকতে হতে পারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইতিমধ্যেই নির্বাচনের জন্য তিনি আড়াই কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছেন। আগামী নির্বাচনে ডেমোক্রেট দল থেকে সামনের সারিতে যে কয়েকজন প্রার্থী আছেন তার মধ্যে অন্যতম তিনি। এর আগে ২০১৬ সালে তিনি প্রাইমারি নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে হেরে যান। ফলে দলের টিকেট পান হিলারি। কিন্তু সেই নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ আছে। বলা হয়, হিলারিকে হারাতে সহায়তা করেছে রাশিয়া। এবার আবার নতুন উদ্যমে প্রচারণা শুরু করেছেন বার্নি স্যান্ডার্স। তিনি টুইটে বলেছেন, সুস্থ হয়ে উঠছেন। তবে তার সিনিয়র উপদেষ্টা জেফ ওয়েভার এক বিবৃতিতে বলেছেন, মেডিকেল পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে তার একটি ধমনিতে একটি ব্লকেজ আছে। এ সময় তার হার্টে দুটি রিং পরানো হয়েছে সফলতার সঙ্গে। এখন স্যান্ডার্স ভাল আছেন। তবে হৃদপিন্ডের এই চিকিৎসায় ভাল হয়ে উঠতে বা এ প্রক্রিয়া সম্পন্ন করতে তার প্রকৃতপক্ষে কত সময় লাগবে তা পরিষ্কার নয়। এরই মধ্যে আগামী ১৫ই অক্টোবর ডেমোক্রেটদের পরবর্তী বিতর্ক হওয়ার কথা। তাতে তার উপস্থিতি থাকবে কিনা তাও বলা যাচ্ছে না। যদি তিনি উপস্থিত হতে না পারেন তাহলে কি বার্তা যাবে দর্শক ও ভোটারদের মধ্যে তাও স্পষ্ট নয়। জনমত জরিপে দেখা যাচ্ছে দলীয় প্রার্থীদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন বার্নি স্যান্ডার্স। তার সামনে আছেন ম্যাচাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us