দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রতি অভিভাবকদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। তারা সন্তানের পড়াশোনার ক্ষেত্রে এসব বিদ্যালয়ের চেয়ে বেসরকারি বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুল ও কিন্ডার গার্টেনের প্রতি বেশি আগ্রহী। এর মূল কারণ, সরকারি যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোর বেশিরভাগের পড়ালেখার মান, পরিবেশ এবং অবকাঠামো অত্যন্ত দুর্বল।