ঢাকার গুলশানস্থ ইমানুয়েল রেস্টুরেন্টে গতকাল শুরু হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ১০’ এর বাংলাদেশি প্রতিযোগীদের অডিশন। আজ অডিশনের শেষ দিন। চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। গতকাল প্রায় চার শতাধিক প্রতিযোগী অডিশনে অংশ নেন বলে জানান মীরাক্কেলের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। এ অডিশনে বিচারকের আসনে আছেন আবু হেনা রনি, শেখ ইশতিয়াক, মীর শাওন মজুমদার, মো: ফালাক, চিন্ময় মণ্ডল, সংগীত তিয়ারী, সংগীতা ঘোষ ও শুভঙ্কর চট্টোপাধ্যায়। এবারের অডিশন প্রসঙ্গে শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। যাদেরকে আমাদের কাছে কিছুটা হলেও ট্যালেন্ট মনে হবে তাদের আমরা নিয়ে যাবো। সেখান থেকে গ্রুমিং করার পর মূল প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠান শুরু করবো। এদিকে এবার শুধু ঢাকায় অডিশন নেয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি যারা ‘মীরাক্কেল’ ভালোবাসে তারা যে কোনো জায়গা থেকেই অংশগ্রহণ করে। আমরা অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিয়েছি ঢাকার দুই দিনের অডিশনেই সব প্রতিযোগীকে পাবো। আমি বিশ্বাস করি প্রতিবারের মতো এবারও বাংলাদেশের দর্শকদের সাড়া পাবো। একইসঙ্গে আবু হেনা রনি, ইশতিয়াকদের মতো অনেকেই আমাদের এখান থেকে বের হয়ে আসবে। মীরাক্কেল ভারতের একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি অনুষ্ঠান। জি বাংলায় প্রচারিত এই রিয়েলিটি শো-এর উপস্থাপক মীর আফসার আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। প্রতিবারের মতো এবারও প্রতিযোগিতাটির বিচারকের আসনে থাকবেন শ্রীলেখা মিত্র, পরাণ বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্ত।