নানা সংকটে বাগেরহাট সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২২
বাগেরহাট: নানামুখী সংকটে বাগেরহাটের একমাত্র সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শ্রেণিকক্ষ ও শিক্ষক-সংকটে প্রয়োজনীয় তাত্ত্বিক এবং ব্যবহারিক ক্লাস হচ্ছে না শিক্ষার্থীদের। এসএসসি ও এইচএসসি পর্যায়ের জনবল ও অবকাঠামো নিয়ে সরকারি নির্দেশে ইলেক্ট্রিক্যাল ট্রেডে ডিপ্লোমা চালু করে আরও বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষ বলছে, উর্ধ্বতন কর্তৃপক্ষকে সংকটের বিষয়টি জানানো হয়েছে, স্বল্প সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে।