জনাকীর্ণ কুমিল্লা শহর থেকে প্রায় আট মাইল দূরে এগিয়ে যান। যাবেন ময়নামতি অঞ্চলে। নিচু পাহাড়ি এক এলাকাকে এই নামেই ডাকা হয়। মেঘনা অববাহিকার বিস্তীর্ণ উর্বর নিচু সমতল ভূমির মধ্যে এই উঁচু অঞ্চল। পাশে সাড়ে চার কিলোমিটার। এর সর্বোচ্চ উচ্চতা ৪৫ মিটার। একসময় ছিল ঘন অরণ্যে ঢাকা। বিখ্যাত ছিল দুর্লভ ঔষধির জন্য। প্রাচীন রাজারা একে বলতেন ‘লালম্বি বন’। এখানকার ভূপ্রকৃতিও ঠিক পাললিক নয়। মাটি লালচে। একসময় এখানে ছি