বিশ্বকে এগিয়ে আসার আহ্বান মিসবাহর

মানবজমিন প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

করাচিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ১০ বছরের বেশি সময় পর করাচি ন্যাশনাল স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ (ওডিআই) হচ্ছে। ২০০৯ সালের জানুয়ারিতে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষেই এ মাঠে ওয়ানডে খেলেছিল পাকিস্তান। এরপর টেস্ট সিরিজ শুরু হলে লাহোরে লঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলা হয়। তাতে বেশ কয়েকজন লঙ্কান ক্রিকেটার আহত হন আর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর করাচিতে আয়োজিত এই ম্যাচটি তাই পাকিস্তানের কাছে অনেক গুরুত্বপূর্ণ। পাকিস্তানের নতুন কোচ মিসবাহ উল হক বলেন, ‘এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য বিশ্বের সহযোগিতা প্রয়োজন। যাতে আমরা এখানে নিয়মিত সিরিজ খেলতে পারি। আর ক্রিকেট আক্রান্ত না হয় সেজন্য সবার সমর্থন চাই।’এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে পাকিস্তানের ক্রিকেট পাড়ায় নতুন আবহের সৃষ্টি হয়েছে। পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, ‘এ ম্যাচের মধ্য দিয়ে কারাচিতে ইতিহাস রচিত হবে। ২০০৯ সালের পর প্রথমবার এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। আমি পাকিস্তানি ক্রিকেট ভক্তদের অনুরোধ করবো মাঠে এসে খেলা দেখার জন্য। যেন পরবর্র্তী প্রজন্মের কাছে তারা গল্প করতে পারে যে এমন একটি সিরিজে তারা জাতীয় স্টেডিয়ামে বসে দেখেছে।’পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে শ্রীলঙ্কা। ২০০৯ সালের পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছে কয়েকবার। ২০১৭ সালে শ্রীলঙ্কাও একটি টি-টোয়েন্টি খেলেছিল পাকিস্তানের মাটিতে। কিন্তু এবারের মতো বড় পরিসরে আর কোনো সিরিজ হয়নি। এ সিরিজ আয়োজন করতে গিয়ে অনেক কাঠ-খড় পোহাতে হয়েছে পাকিস্তানকে। পাকিস্তান সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিলেও ১০ লঙ্কান সিনিয়র ক্রিকেটার নিজেদেরকে সফর থেকে সরিয়ে নেন। এছাড়া গোয়োন্দা রিপোর্টে নেতিবাচক খচর দেয়া হয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে। তাতে সরফ নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তান এসেছে শ্রীলঙ্কা। বিমান বন্দর থেকে টিম হোটেল পর্যন্ত প্রত্যেক স্তরে লঙ্কান ক্রিকেটারদের দেয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা। সিরিজ শেষে দেশে ফেরা এমন নিরাপত্তা থাকবে, যা কেবল রাষ্ট্রপ্রধানদের দেয়া হয়।শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড রবিন লীগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল ২০১৭ সালে। নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে ৫ ম্যাচ সিরিজে লঙ্কানদের ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে পাকিস্তান। আর পাকিস্তানের মাটিতে সবশেষ আয়োজিত সিরিজে ২-১ ব্যবধানে জেতে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডে সামনে রেখে পাকিস্তান দল তাদের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন এনেছে। সরফরাজ আহমদে খেলতে পারেন পাঁচে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম করলেও নতুন কোচ মিসবাহ সরফরাজকে আরো সময় দিতে চান। আর ছয়ে নামবেন দীর্ঘদিন পর ডাক পাওয়া ইফতিখার আহমেদ। আর বাকি সব আগের মতোই। ওপেনিংয়ে ফখর জামান-ইমান উল হক, তিনে বাবর আজম, চারে হারিস সোহেল। সাত নম্বরে ইমাদ ওয়াসিম অথবা শাদাব খান। আর পেস আক্রমণে মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজের সঙ্গে উসমান শিনওয়ারির থাকার সম্ভাবনা বেশি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us