কয়েক বছর যাবৎ আসামের রাষ্ট্রীয় নাগরিক পঞ্জিকরণ তথা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স-এনআরসি আমাদের গণমাধ্যমে বিশেষ আলোচিত বিষয় হয়ে আছে। অহমিয়াদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, আসামে কোটি কোটি বহিরাগত বাঙালি অনুপ্রবেশ করে স্থানীয়দের জীবিকা, বাসস্থানের সংকট তৈরি করছে এবং ধীরে ধীরে জনসংখ্যার হারে পরিবর্তন নিয়ে এসেছে। অহমিয়াদের আশঙ্কা ছিল, খুব শিগগির সেখানে বাঙালির সংখ্যাধিক্য অহমিয়াদের ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রায় বাধা হয়ে দাঁড়াবে।