রকমারি আড্ডার বাহারি অংশের সঙ্গে মিতালি অনেক দিনের। বয়সের সঙ্গে সঙ্গে আড্ডার রূপ পাল্টায়। সোনালি কৈশোরের আড্ডা ছিল বৈচিত্র্যময়। সুরমা নদীর পাড়ে বৈকালিক আসরে সিগারেট ফুকার দলে আমি ছিলাম ক্যাপ্টেন। কেননা ক্যাপস্টেন ব্রান্ডের সিগারেট প্যাকেট তো আমার পকেটে। শহরের ডান পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর পাড়ে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা নানা সাইজের বোল্ডার পাথরে বসে যে আড্ডা হতো, তার বিষয় ও সময় দুটোই ছিল...