নানা রূপের শরৎ ঋতু

ntvbd.com প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৯

ষড়ঋতুর বছর পরিক্রমায় এখন শরৎ। জানালা খুললেই দূরের আকাশে নানা রং-রূপের হাতছানি। দিগন্ত প্রসারিত কাশবন আর বিশাল আকাশের নিচে অকারণ পুলকে মন ছুটে যায় মেঘের সঙ্গে ভাবনাহীন। ফুল, ফসল, কাদা, মাটি আর জলের এই রূপসী বাংলায় শরতের সৌন্দর্যে দীপ্তিমান হয়ে ওঠে বাংলার সংস্কৃতি। শরৎ মানেই গোধূলির আকাশে রঙের খেলা। শরৎ মানেই ভোরের আলোয় মিষ্টি শীতের হাতছানি। শরৎ মানে শিউলি বিছানো পথে শিশিরসিক্ত প্রকৃতির অনাবিল সৌন্দর্য। এই শরতেই দেখা মেলে ময়ূরকণ্ঠি নীল আকাশে মেঘের খেলা। কখনো বা অভিমানী মেঘের ঘনঘটা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us