পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন, যাদের মেধা ও প্রজ্ঞা একান্ত বিধাতা প্রদত্ত। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না নিয়েও যিনি নিজ প্রতিভায় এ দেশের কোটি মানুষের হৃদয়ে ঠাঁই নিয়েছেন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে, তিনি হচ্ছেন বাংলাদেশের খ্যাতনামা বাউলসাধক শাহ আব্দুল করিম। ১২ সেপ্টেম্বর ছিল ভাটি বাংলার হতদরিদ্র মানুষের সঙ্গে বেড়ে ওঠা এ কালজয়ী শিল্পীর ১০ম মৃত্যুবার্ষিকী, যার গান হাজারো ভক্তকে আজও মুগ্ধ করে।...