You have reached your daily news limit

Please log in to continue


শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ওপরে শেরপুর কলেজ রোড এলাকায় ২টি ট্রাক ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুইচালক সহ ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। জানা গেছে, গতকাল ভোররাত সাড়ে ৪টায় শেরপুর পৌরশহরের কলেজ রোড এলাকায় এই ত্রিমুখী সড়ক দুর্ঘটনা ঘটেছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. হুমায়ুন করীর জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বগুড়াগামী লোহার রড বোঝাই ট্রাক এবং বিপরীত দিক থেকে ঢাকাগামী কাঁচাকলা বোঝাই ট্রাক শেরপুরের কলেজ রোড এলাকায় ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কলা বোঝাই ট্রাক চালক ঠাকুরগাঁও সদর জেলার উত্তর হাজীপাড়া গ্রামের খোকা মিয়ার পুত্র কামাল হোসেন (৩৫) অপর রড বোঝাই ট্রাকচালক একই জেলার পূর্ব নারুঞ্জী এলাকার গোলাপ হোসেনের পুত্র রিফাত হোসেন (২৪) দুর্ঘটনা স্থলেই মারা যান। একই দুর্ঘটনায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোপালরায় গ্রামের খয়ের উদ্দিনের পুত্র ট্রাকের হেলপার হাফিজুল ইসলাম (৩৬) বগুড়ায় চিকিৎসার জন্য নেয়ার পথে রাস্তায় মারা যান। শেরপুর ফায়ার সার্ভিস অফিস প্রধান রতন হোসেন জানান, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পাশের কলেজ রোড পাড়ার জনৈক আবদুল হামিদের স্ত্রী আমেনা বিবি (৫২) মহাসড়কে পারাপার হওয়ার সময় অজ্ঞাত কোচের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এদিকে অপর ১টি বগুড়াগামী কাভার্ড ভ্যান রড বোঝাই ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে ওই কাভার্ড ভ্যানটি উল্টে যায়। দুর্ঘটনার পর ট্রাক ২টি শেরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন