জাদুকরী উপায়ে মাত্র দেড় মাসেই ৩০০ নিরক্ষরকে পড়ালেখা শেখালেন তিনি
প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯, ১৩:৩১
‘শিক্ষা পৃথিবীকে পরিবর্তন করে না বরং সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তিরাই পৃথিবীকে বদলায়।’এই কথাগুলো সেই ব্যক্তির যিনি নিজেই শুধু শিখ্ষিত হতে চাননি, পৃথিবীর সব মানুষকে সুশিক্ষিত করার তুলতে শিক্ষাব্যবস্থার উন্নতি ঘটান। পৃথিবীতে শাসক ও শোষিতের দ্বন্দ্ব চিরন্তন। উপনিবেশবাদের সময় এ দ্বন্দ্বের মাত্রা ছিল চরমে।