প্রধানমন্ত্রী বরিস জনসন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চুক্তি ছাড়াই যুক্তরাজ্যের বিচ্ছেদ ঘটানোর যে বেপরোয়া পথ বেছে নিয়েছেন, তা ঠেকাতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন বিরোধীরা। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রভাবশালী বেশ কয়েকজন রাজনীতিকও এতে যোগ দিয়েছেন।