আটোয়ারীতে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন

মানবজমিন প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯, ০০:০০

‘পরিকল্পিত ফল চাষ- যোগাবে পুষ্টি সম্মত খাবার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন হয়েছে। দেশি-বিদেশি নানা প্রজাতির ফলদ বৃক্ষের চারা নিয়ে ২৭টি স্টল দিয়ে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার বিকালে মেলার শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মজাহারুল হক প্রধান। পেয়ারা চারা হাতে নিয়ে শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর হতে বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে প্রধান অতিথি ফিতা কেটে ফলদ বৃক্ষমেলায় প্রবেশ করেন এবং বেলুন উড্ডয়নের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) সৈয়দ মাহমুদ হাসান। উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামশুল আলম বাবুলের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-১-আসনের সংসদ সদস্য আলহাজ মো. মজাহারুল হক প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, ফেন্সী নার্সারির মালিক আজিজুল হক প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, এবার এ মেলায় দেশি-বিদেশি অনেক প্রকার ফলের চারা আমদানি হয়েছে। মেলা চার দিন স্থায়ী থাকবে। মেলায় আমোদ প্রমোদের জন্য বিনোদনের ব্যবস্থাও থাকবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্য অতিথিদের সঙ্গে নিয়ে মেলায় নার্সারির স্টল পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ মসজিদ চত্বরে তাঁর নিদর্শন হিসেবে একটি ফলের চারা রোপণ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us