‘বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু আখ্যায়িত করেছে জাতিসংঘ’

মানবজমিন প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পারতাম না। এমপি, মিনিস্টার হতে পারতাম না। জাতিসংঘ বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু বলে আখ্যায়িত করেছে। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট কিছু বিপথগামী সেনা কর্মকর্তা ও দেশ বিদেশের ষড়যন্ত্রে শিকার হয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। তার উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগ্যক্রমে বেঁচে যান। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। ষড়যন্ত্রকারীরা এখনো দেশে ঘাপটি মেরে আছে। তাদের ব্যাপার সবাইকে সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সবাইকে কাজ করতে হবে। শুক্রবার বিকালে নগরীর নতুন বাজার কৃষি ব্যাংক ময়মনসিংহ শাখায় বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার একেএম ফেরদৌস আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা উপ-ব্যবস্থাপক পান্না লাল কর্মকার, উপ-ব্যবস্থাপক চৌধুরী মো. শোয়েব রেজা, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক ডিজিএম হামিদুল হক মিন্টু, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক প্রবীর কুমার দাস, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও কৃষি ব্যাংকের মুখ্য কর্মকর্তা কাজিম উদ্দিন প্রমুখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিকেবি কর্মচারী ইউনিয়নের (সিবিএ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আবদুল আউয়াল। অনুষ্ঠান পরিচালনা করেন বিকেবি কর্মচারী ইউনিয়ন সিবিএ ময়মনসিংহ শাখার সভাপতি আতাউর রহমান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us