মধ্যরাতে মেয়রের সঙ্গে উন্নয়ন কাজ পরিদর্শনে মন্ত্রী

মানবজমিন প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

মধ্যরাতের পর সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এ সময় তার সঙ্গে ছিল না কোনো প্রটোকল। দলীয় নেতাকর্মীরাও সঙ্গে ছিলেন না। তবে- পরিদর্শনের পর চলমান উন্নয়ন কাজ দেখে খুশি হয়েছেন মন্ত্রী। এজন্য ধন্যবাদ জানিয়েছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে। হজ্ব পালনের পর গত বৃহস্পতিবার বিকালে দু’দিনের সফরে আসেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি একাধিক অনুষ্ঠানে যোগদান করেন। রাতে চলে যান তার হাফিজ কমপ্লেক্সের বাসায়। মধ্যরাতে হঠাৎ করে নগরীতে দেখা যায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে। নগরীর জিন্দাবাজার এলাকা পাড়ি দিয়ে তিনি মেয়র আরিফকে সঙ্গে নিয়ে চলে যান দরগাহ্‌ এলাকায়। সেখানে দরগাহ্‌ প্রধান সড়কের কাজ করাচ্ছিলেন মেয়র। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে সঙ্গে নিয়ে তিনি হেঁটে হেঁটে ওই এলাকা পরিদর্শন করেন। রাত ১টা পর্যন্ত মন্ত্রী-মেয়র একসঙ্গে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এদিকে- আগে থেকে ঘোষণা ছাড়া মধ্যরাতের পর মেয়রের সঙ্গে পররাষ্ট্র্রমন্ত্রীর নগর পরিদর্শনের খবর নিয়ে তোলপাড় শুরু হয়। তারা পরিদর্শনে বের হওয়ার পর সাংবাদিকদের কাছে আসে এই খবর। মন্ত্রী নগর উন্নয়ন পরিদর্শনে যাবেন এমন কর্মসূচি তার সফর সূচিতেও ছিল না। সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান- রাতে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ নিয়ে সিলেট-১ আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কথা জানান। মন্ত্রী এ সময় প্রকল্পের কাজ দেখার আগ্রহ প্রকাশ করলে তাকে নিয়ে মেয়র পরিদর্শনে যান। দরগাহ্‌ এলাকা পরিদর্শন ছাড়াও মন্ত্রী নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা এলাকার উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর শওকত আমীন তৌহিদ, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ প্রমুখ। গতকাল বিকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মানবজমিনকে জানিয়েছেন- ‘পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মধ্যরাতে আমরা কয়েকটি এলাকার উন্নয়ন কাজ পরিদর্শন করেছি। তিনি আগ্রহ প্রকাশ করায় তাকে নিয়ে আমরা এ পরিদর্শনে যাই। এ সময় মন্ত্রী উন্নয়ন কাজ দেখে খুশি হয়েছেন।’ মেয়র বলেন- ‘সিলেট নগরীর উন্নয়নে আমরা সবাই আন্তরিক। এই আন্তরিকতা থেকে আমরা একসঙ্গে কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সিলেটের মানুষের উন্নয়ন। আর সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি।’ এ সময় কয়েকজন প্রকৌশলীও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এদিকে- পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন উন্নয়ন কাজ পরিদর্শনকালে তার সঙ্গে জেলা কিংবা মহানগর আওয়ামী লীগের কোনো নেতা ছিলেন না। আওয়ামী লীগ নেতারা জানান- পররাষ্ট্র্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের ওই কর্মসূচি সম্পর্কে তারা কিছুই জানেন না। এ কারণে সব কর্মসূচিতে উপস্থিত থাকলেও ওই কর্মসূচিতে তারা যোগদান করতে পারেননি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us