শ্রীনগর থেকে ফেরত পাঠানো হলো রাহুল গান্ধীসহ ১১ নেতাকে

মানবজমিন প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

সংবিধানের ৩৭০ ধারা বিলোপ এবং রাজ্যকে দ্বিখণ্ডিত করার পর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সরেজমিন দেখতে কংগ্রেসসহ ৯টি বিরোধী দলের ১১ জন নেতাকে সঙ্গে নিয়ে রাহুল গান্ধী জম্মু-কাশ্মীর অভিযানে গিয়েছিলেন। কিন্তু তাদের সবাইকে শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে দিল্লিতে। রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা শনিবার সকালে দিল্লি থেকে বিমানে শ্রীনগর গিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল, সেখানকার সাধারণ মানুষ ও স্থানীয় রাজনীতিকদের সঙ্গে দেখা করা ও কথা বলা। সপ্তাহখানেক আগেই জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক টুইট করে বিমান পাঠিয়ে রাহুলকে শ্রীনগরে নিয়ে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। তার জবাবে রাহুল জানিয়েছিলেন, বিমান পাঠানোর প্রয়োজন নেই। তিনি ও অন্য বিরোধী নেতারা কাশ্মীরে যাবেন। তাদের যেন শ্রীনগরে ঢুকতে দেয়া হয়। সেই কথা রেখেই এদিন রাহুল গান্ধী কাশ্মীর গিয়েছেন। তবে বিরোধী নেতাদের কাশ্মীর যাওয়ার খবর পেয়েই জম্মু-কাশ্মীরের তথ্য ও জনসংযোগ দপ্তর টুইট করে ‘শ্রীনগর পরিদর্শন করে সাধারণ মানুষকে অসুবিধায় না ফেলা’র অনুরোধ জানানো হয়েছে বিরোধী নেতাদের কাছে। বলা হয়েছে, বিচক্ষণ রাজনীতিকদের এমন কিছু করা উচিত নয়, যাতে এলাকায় ধীরে ধীরে শান্তি ফিরিয়ে আনার প্রয়াস বিঘ্নিত হয়। তাই রাজনীতিকদের অনুরোধ করা হচ্ছে, তারা যেন শ্রীনগরে ঢুকে সাধারণ মানুষকে অসুবিধায় না ফেলে দেন। এই টুইটের প্রেক্ষিতে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেছেন, আমরা যথেষ্টই দায়িত্বশীল। আমাদের দলগুলোও দায়িত্বশীল। তারা কেউই এমন কিছু করবেন না যাতে আইনশৃঙ্খলা ভঙ্গ হয়। তিনি প্রশ্ন করে বলেছেন, কেন্দ্রীয় সরকার বারবারই বলছে, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি এখন স্বাভাবিক। তাহলে কেন রাজনীতিকদের সেখানে ঢুকতে দেয়া হচ্ছে না? বিরোধীদের প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেস ছাড়াও সিপিআইএম, সিপিআই, আরজেডি, এনসিপি, তৃণমূল কংগ্রেস, ডিএমকের নেতারা। রাহুলের সঙ্গে রয়েছেন দুই কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও আনন্দ শর্মাও। এর আগে একবার কংগ্রেসের গুলাম নবি আজাদ শ্রীনগর বিমানবন্দরে নামার পরেই আটকে দেয়া হয়েছিল। ফেরত পাঠানো হয়েছিল দিল্লিতে। একই ভাবে সিপিআই্‌এম সীতারাম ইয়েচুরি এবং সিপিআইয়ের ডি রাজাকেও শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us