চট্টগ্রামের আনোয়ারা সদরে অবস্থিত সাদ-মুছা শিল্পপার্কে বর্তমানে ছয়টি কারখানায় কাজ করছেন পাঁচ হাজারের বেশি শ্রমিক। শতভাগ রপ্তানিমুখী এই শিল্পপার্কে বাস্তবায়নের পথে আছে আরও আটটি কারখানা। পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই শিল্পপার্কে পূর্ণাঙ্গ চেহারা পেলে শিল্পকারখানার সংখ্যা দাঁড়াবে ২৮টিতে। তখন সেখানে কর্মসংস্থান হবে অর্ধ লাখ শ্রমিকের।
গত বুধবার শিল্পপার্কটি পরিদর্শনে গিয়ে ওই তথ্য জানা যায়। সাদ-মুছা...