‘এটা রহস্য হিসেবেই থাক’

মানবজমিন প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯, ০০:০০

চার বছর পর আবারো চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। এবার তাকে দেখা যাবে ‘জিন’ নামের একটি সিনেমায়। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন পিয়া বিপাশা, রোশান ও পূজা চেরী। ছবিটি নির্মাণ করবেন নাদের চৌধুরী। আগামী সপ্তাহ থেকে এর শুটিং শুরু করবেন বলে জানান সজল। এই ছবিতে তাকে দর্শক কিভাবে দেখবেন? তার ভাষ্য, ছবিতে আমার চরিত্র কেমন সেটি নিয়ে এখন কিছু বলতে চাই  না। দর্শকের জন্য এটা রহস্য হিসেবেই থাক। তবে এটা বলতে পারি, এতদিন যেমন একটি গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলাম এটি তেমন। ছোট পর্দায়ও এখন স্ক্রিপ্ট পছন্দ না হলে কাজ করছি না। এরমধ্যে আরও কিছু চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছি। কিন্তু সেগুলো মনের মতো ছিল না। যার কারণে দর্শক আমাকে অনেক দিন চলচ্চিত্রে দেখেনি। নাদের চৌধুরীর সঙ্গে কি এর আগে কাজ করার কোনো অভিজ্ঞতা আছে? সজল বলেন, ছোট পর্দায় আমরা একসঙ্গে অভিনয় করেছি। তবে নির্মাতা নাদের চৌধুরীর সঙ্গে এটি আমার প্রথম কাজ হবে। অভিনেতার পাশাপাশি নির্মাতা হিসেবেও তিনি অনেক গুণী। তার সঙ্গে এবার কাজ করতে গিয়ে অনেক কিছু শিখতে পারবো আশা করছি। এর আগে সজল অভিনয় করেন ‘রানআউট’ সিনেমায়। তন্ময় তানসেনের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেন মৌসুমী নাগ ও রোমানা স্বর্ণা। এটি মুক্তি পায় ২০১৫ সালের অক্টোবর মাসে। এদিকে সজল বর্তমানে মাসুদ হাসান উজ্জ্বলের ‘পাফ ড্যাডি’ শিরোনামের একটি ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত আছেন বলে জানান। ঈদের ছুটি শেষ করে এই ওয়েব সিরিজটির মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই অভিনেতা। এতেও তার বিপরীতে অভিনয় করছেন মডেল-অভিনেত্রী পূজা চেরী। ওয়েব সিরিজটি সম্পর্কে জানতে চাইলে সজল বলেন, এতে আমাকে দেখা যাবে একজন ফটোগ্রাফারের চরিত্রে। ঈদের আগেও কিছু দিন এই সিরিজের শুটিং করেছি। টিভি নাটকের পাশাপাশি এখন অনেক ভালো ভালো গল্পের ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে। আমি মনে করি, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। বিশ্বের প্রায় সব দেশে এখন ওয়েব সিরিজ অনেক জনপ্রিয়। নামি দামি তারকারা এতে অভিনয় করছেন। এদিকে ঈদে বেশ কিছু নাটকের জন্য দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন বলে জানান সজল। ঈদে তার নাটকের সংখ্যা কত? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কাজের হিসেব রাখি না। এবার ঈদের জন্য কতগুলো নাটকে অভিনয় করেছি, কতগুলো নাটক প্রচার হয়েছে জানি না। তবে ‘বিভ্রম’, ‘যা বলিবো সত্য বলিবো’ ও ‘আয়নার গল্প’সহ কয়েকটি নাটক-টেলিছবির জন্য দর্শকের প্রশংসা পেয়েছি। ঈদে সজল তার অভিনীত নাটকের বাইরে বেশ কিছু নাটক দেখেছেন বলে জানান। ঈদের সেসব নাটক কেমন ছিল? এই প্রসঙ্গে তিনি বলেন, এবারের ঈদের নাটকগুলো গেল ঈদের চেয়ে বেশি ভালো হয়েছে। যে নাটকগুলো দেখেছি সেগুলো গল্পনির্ভর ছিল। নির্মাতারা এবার গল্পনির্ভর নাটকের দিকে জোর দিয়েছেন। আমি মনে করি, এভাবেই নির্মাতাদের গল্পের দিকে মনোযোগ দেয়া প্রয়োজন। ভালো গল্পের কনটেন্ট দর্শক সব সময় দেখে। ভালো কনটেন্টকে ভিউ দিয়ে বিচার না করাই ভালো। কারণ, এখন তো আবার ইউটিউবের ভিউ দিয়ে ভালো-মন্দের হিসাব হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us