You have reached your daily news limit

Please log in to continue


চলে গেলেন প্রখ্যাত সুরকার খৈয়াম

বলিউডের প্রখ্যাত সুরকার মহম্মদ জহুর খৈয়াম হাশমি আর নেই। বলিউড তথা গোটা দেশ তাকে সুরকার ‘খৈয়াম’ নামেই চিনত। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স ছিল ৯২ বছর। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দিন কয়েক আগে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হন খৈয়াম। সেখানেই চিকিৎসা চলছিল তার। কদিন আগে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। ১৫ই আগস্ট চিকিৎসকদের পরামর্শে সংক্রমণ নিয়ে জুহুর সুজয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার শারীরিক পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল খৈয়ামের। তার শারীরিক অবস্থা সংকটজনক বলেই তখন জানিয়েছিলেন চিকিৎসকেরা। গতকাল তার শেষকৃত্য সম্পন্ন হয়। এমন এক সুরকারের মৃত্যুর শোকে মূহ্যমান বলিউড। লতা মঙ্গেশকরসহ একাধিক শিল্পী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। লতা লিখেছেন, সংগীতের একটা যুগ শেষ হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইটারে শোকবার্তা জানিয়েছেন। খুব কম বয়সেই সংগীত চর্চা শুরু করেন খৈয়াম। বলিউডে তার প্রথম কাজ ‘উমরাও জান’ ছবিতে। তার দেয়া সুরে মজে যায়  গোটা ভারত। তারপর একের পর এক ছবির গান সুর করেছেন তিনি। ‘উমরাও জান’ ছাড়া ‘কাভি কাভি’, ‘নুরি’, ‘রাজিয়া সুলতান’, ‘বাজার’-এর মতো ছবির গানের সুরও করেছেন তিনি। তার কাজের জন্য সংগীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন খৈয়াম। পেয়েছিলেন জাতীয় পুরস্কারও। ২০১০ সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান তিনি। ঠিক তার পরের বছরই তাকে ‘পদ্মভূষণ’ সম্মানে সম্মানিত করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন